তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় সব রোগের চিকিৎসক মুন্নারাজকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৬ নভেম্বর) বিকেল ৫টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন এ আদেশ দেন।
মুন্না তালা উপজেলার জালালপুর গ্রামের শওকাত আলী শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বাংলানিউজকে জানান, চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সকালে মুন্নারাজের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মো. ফরিদ হোসেন তাকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/পিসি