রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন ভবনটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আজিবর রহমান, মহনগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সর্দার প্রমুখ।
উদ্বোধন শেষে অথিতিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কার্যক্রম ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে