বরগুনা: সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পদ্মার খাল থেকে একটি ট্রলারসহ ১২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদের পদ্মার খাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলারসহ ১২০ কেজি জাটকা জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকাগুলো উপজেলা মৎস্য অধিদপ্তরের হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি