ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পরিদর্শনে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ প্রতিনিধি দল।
রোববার (০৬ নভেম্বর) সংগঠনটির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরনগরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ফোরামের একটি প্রতিনিধি দল সোমবার (০৭ নভেম্বর) নাসিরনগর পরিদর্শন করবে। এতে নেতৃত্ব দিবেন ফোরামের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, সংগঠনের মহাসচিব বীর উত্তম মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিস্ট হারুন হাবীব।
বিশিষ্ট মুক্তিযোদ্ধারা ও ফোরামের কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতারা এ প্রতিনিধি দলে যুক্ত হবেন। ঢাকা থেকে যাত্রা করে প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে নাসিরনগরে পৌঁছবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরআইএস/টিআই