গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চাপায় লিটন প্রধান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লিটন জেলার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের বাদশা প্রধানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে খোদ্দকোমরপুর বাজারে যাচ্ছিলেন লিটন। পথে ওই এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
লিটনের চাচা খোদ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলম প্রধান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে