ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘ভেতরে প্রবেশে বাধা দিলেই হামলা চালায় ওই যুবক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
‘ভেতরে প্রবেশে বাধা দিলেই হামলা চালায় ওই যুবক’

ঢাকা: বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর ওই যুবক হামলা চালান বলে জানিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান।

রোববার (০৬ নভেম্বর) রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হামলায় হতাহতদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেন, ‘সন্ধ্যা সোয়া সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয়তলায় বহির্গমন লাউঞ্জের চার নম্বর গেট দিয়ে ২০-২৫ বছর বয়সী এক যুবক ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় গেটে দায়িত্বরত আনসার সদস্য সোহাগ আলী ও জিয়াউর রহমান তাকে বাধা দেন। ’

‘কিন্তু বাধা দেওয়ায় তার (হামলাকারী) কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ভেতরে ঢুকে যায়। এ সময় এপিএনসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। ’

নিহত আনসার সদস্য সোহাগ আলীর গলায় ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আহত হামলাকারী শিহাবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আর আহত বাকিদের কুর্মিটোলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার রুহুল আমিন সাগর বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি টাকা-পয়সা লেনদেন নিয়ে হামলাকারী এ হামলা চালিয়েছেন। তবে কাকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়। ’

হামলাকারী বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন বলে জানিয়েছেন তিনি।

** শাহজালালে যুবকের হামলা, আনসার সদস্যের মৃত্যু

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
পিএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।