ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
সলঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানার হরিনচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হাটিকুমরুল মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া চালক দু’জনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।