বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, বিকেলে ওই গ্রামের একটি মসজিদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন সোহাগ। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জিপি/