ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

 

রোববার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই এলাকার সিদ্দিকুর বয়াতির ছেলে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, বিকেলে ওই গ্রামের একটি মসজিদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন সোহাগ। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।