ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় বাসের ধাক্কায় শহিদুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শহিদুল পুরনো কচুক্ষেত এলাকার বাসিন্দা।
রোরবার (০৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বাংলানিউজকে জানান, রাতে মিরপুর-১৩ নম্বরের মেইন রোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শহিদুল। এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এএটি/ওএইচ/