বরগুনা: বরগুনায় কালাম ও অালাল নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের কাঞ্চন আলীর ছেলে কালাম এবং একই গ্রামের আ. মোতালেবের ছেলে আলাল।
রোববার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীরা ১৩ পিস ইয়াবাসহ তাদের আটক করে জেলা প্রশাসককে জানায়।
পরে জেলা প্রশাসককে নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাদের বরগুনা নিয়ে যান। সেখানে রাত ৯ টার দিকে বরগুনা নেজারত ডেপুটি কালেক্টর ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাশেদুল হাসান তাদের এ দণ্ড দেন।
বরগুনা নেজারত ডেপুটি কালেক্টর ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাশেদুল হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
ওএইচ/