বরগুনা: বরগুনার পাথরঘাটা এলাকা থেকে হরিণের চামড়াসহ বাবুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) পটুয়াখালীর সদস্যরা।
আটক বাবুল মোল্লা পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের আ. জব্বার মোল্লার ছেলে।
রোববার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ওই গ্রাম থেকে পাঁচ পিস হরিণের চামড়াসহ তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মো. রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, র্যাব সদস্যরা হরিণের চামড়া কেনার ক্রেতা সেজে বাবুল মোল্লার বাড়িতে যায়। এসময় বাবুল মোল্লা চামড়া নিয়ে আসলে হাতেনাতে তাকে আটক করা হয়।
বাবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
ওএইচ/