হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে আজাদ মিয়া (২৫) ও মোছাব্বির মিয়া (৩০) নামে বন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, থানার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কবিলাশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
তিনি আরও জানান, বন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। এতো দিন তারা পালিয়ে থাকায়, তাদের গ্রেফতার করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
ওএইচ/