ঢাকা: সাভারে স্বামীর বিরুদ্ধে শাহানা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (০৬ নভেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে খাগান এলাকার কাজলের ভাড়া বাড়িতে গার্মেন্টসকর্মী শাহানা আক্তারকে গলা টিপে হত্যা করেন তার স্বামী লিমন মিয়া।
পরে শাহানার বোন রাহিনাকে মোবাইল ফোনে শাহানা আত্মহত্যা করেছে এমন কথা বলে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায় সে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ রুমের দরজার ভেঙে মরদহ উদ্ধার করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এঘটনার পর থেকেই মোবাইল ফোন বন্ধ রেখেছে লিমন মিয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লিমনকে আটকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ওএইচ/