ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ১০ হত্যাসহ ১৩ মামলার আসামি আব্দুল হালিমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) ভোরে ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেসময় নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।
তার নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০ হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল হালিম একসময় চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
বর্তমানে আব্দুল আলিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মেম্বর।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ