নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ডোবা ভরাট করাকে কেন্দ্র করে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) সকাল ৮টায় ওই উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দাপারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মোসলেহ উদ্দিন (৩৫)। এ ঘটনার পর থেকে ছোটভাই মো. খলিল মিয়া (২০) পলাতক রয়েছেন। তারা উভয়ই ওই গ্রামের পিয়ার আলীর ছেলে।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাংলানিউজকে জানান, বাড়ির পাশে একটি ডোবা ভরাট করাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোসলেহ উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মনির। পরে মোসলেহ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ মনিরকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এএটি/এসএনএস