ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার সংযোজন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ঝিনাইদহে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার সংযোজন 

ঝিনাইদহ: ঝিনাইদহে গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার সংযোজন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাসেল আলী, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সিনিয়র ইন্সট্রাক্টর রেজা-উদ-দৌলা খান, শহীদুল ইসলাম, আব্দুল আজিজ খান, দুরন্ত এনজিও’র সাধারণ সম্পাদক মিরাজ জামান রাজ, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেলা বেগম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এসআই হাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও রোভার স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।