ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় নৌযান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
হাতিয়ায় নৌযান চলাচল শুরু

নোয়াখালী: ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে দু’দিন বন্ধ থাকার পর সোমবার (০৭ নভেম্বর) সকাল থেকে আবার নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সারাদেশের নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে সী-ট্রাকসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দীন বলেন, ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে সৃষ্টি বৈরি আবহাওয়ায় দু’দিন সী-ট্রাকসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। রোববার নাডা’র প্রভাব কেটে যাওয়ায় সোমবার সকাল থেকে আবার হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযান চলাচল শুরু হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) সকাল থেকে ঘূর্ণিঝড় নাডা’র প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।