রাজশাহী: রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
মহানগরীর মতিহার থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সুশান্ত চন্দ্র রায় বাংলানিউজকে ককটেল উদ্ধারের বিষয়টি জানান।
সুশান্ত চন্দ্র রায় বলেন, মহানগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। সম্ভবত দূর থেকে পুলিশ চেকপোস্ট দেখে সন্ত্রাসীরা ককটেলগুলো রাস্তায় ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয়রা মতিহার থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে থাকা ককটেলগুলো উদ্ধার করে।
উদ্ধার করা ককটেলগুলো পুলিশ লাইনে নিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। এছাড়া ককটেল উদ্ধারের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসএস/এএটি/এসএনএস