ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে নিহত আনসার সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
শাহজালালে নিহত আনসার সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ আলী (৩০) নামে এক আনসার সদস্যের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আ খ ম  শফিউজ্জামান (খায়ের) বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, মৃত আনসার সদস্য সোহাগ আলী ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। সেই আঘাত ফুসফুসে গিয়ে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এছাড়া তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতও আছে।

এরআগে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বুরজাহান।

নিহত সোহাগের চাচা রমিজ উদ্দিন বাংলানিউজকে জানান, সোহাগের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের মানজার আলীর ছেলে। তিনি বর্তমানে রাজধানীর আশকোনার আনসার ক্যাম্পের থাকতেন। তিনি অবিবাহিত। তার ছোট একটি বোন আছে। তার মরদেহ গ্রামে বাড়িতে দাফন করা হবে।

**শাহজালালে যুবকের হামলা, আনসার সদস্যের মৃত্যু
**শাহজালালে ছুরি হাতে যুবকের হামলা, আহত ৪

বাংলাদেশ সময: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজেডএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।