ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ভারতীয় পণ্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
পাঁচবিবিতে ভারতীয় পণ্য আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে চারটি চোরাই মোটরসাইকেল ও ৫৭৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।  

সোমবার (৭ নভেম্বর) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাটখোলা ক্যাম্পের নায়েক সুবেদার আকবর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার রতনপুর মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে ৫৭৮ পিস শাড়ি, ৬০ থ্রি-পিস ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

অপরদিকে, এর আগে রোববার (৫ নভেম্বর) রাতে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪০ পিস শাড়ি, ৬৭ বান্ডল তাস ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলো দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজার রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।