ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নার্গিসের বাম হাত-মাথায় অস্ত্রোপচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নার্গিসের বাম হাত-মাথায় অস্ত্রোপচার শুরু

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের বাম হাত ও মাথায় অস্ত্রোপচার শুরু হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তার অস্ত্রোপচার শুরু হয়।

ডাক্তারদের বরাত দিয়ে অস্ত্রোপচারের বিষয়টি বাংলানিউজকে জানান, নার্গিসের বাবা মাসুম মিয়া।

এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়।

গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

**নার্গিসের বাম হাতের অস্ত্রোপচার সোমবার

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরটি/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।