ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন।  

সোমবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৫) একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ মিয়া (৪০) ও মজিবরের ছেলে সোহেল (২২)।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় মহাসড়ক থেকে সেটি সরানোর জন্য আমজাদরা ট্রাকটি ধাক্কা দিতে থাকে। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ হোসেন নিহত হন। আহত হন মোকলেছ ও সোহেল।  

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।  
 

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসআই/পিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।