ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নলডাঙ্গায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ১৫০ জন কৃষককে নিয়ে কৃষি বিষয়ক পরামর্শমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ মহল্লায় এ উঠান বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি কর্মকতা আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ‌এনও) শারমিন আক্তার জাহান।

এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা জাহান, এএইও মোসাদ্দেক হোসেন, এসএপিপিও প্রফুল্ল্য কুমার সরকার, এসএএ মাহাফুজুর রহমান, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, কৃষক ফজলার রহমান, আব্দুস সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।