বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা।
সোমবার (০৭ নভেম্বর) দুপুরে নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের পক্ষ থেকে ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
আটকরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার নূরনাহার বেগম (৪৫) ও তার ছেলে মো. আলামিন খান (২৬)।
র্যাব জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নূরনাহার বেগমের কাছ থেকে ৩শ’ পিস ও আলামিনের কাছ থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এজি