ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহে গাঁজা বিক্রির দায়ে খলিলুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ দণ্ডাদেশ দেন।

খলিলুর শহরের আদর্শপাড়ার বাসিন্দা।

 

আদালত স‍ূত্রে জানা যায়, শহরের নতুন হাটখোলা এলাকায় মাদক ব্যবাসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছেন- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ খলিলুর রহমানকে আটক কর‍া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক খলিলুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়াও এ সময় আবুল হোসেন (৫০) নামে এক মাদকসেবীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।