ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাগরে নিখোঁজ ৬ জেলে উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সাগরে নিখোঁজ ৬ জেলে উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ঘূর্ণিঝড় নাডার কবলে পড়ে একটি মাছ ধরা নৌকাসহ নিখোঁজ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।  

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে বরগুনার পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে।

 

জেলেদের ফিরে আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।  

ফিরে আসা জেলেরা হলেন- মো. ইকবাল হোসেন, নুরুল ইসলাম, সোহাগ মিয়া, জুয়েল মিয়া, মারুফ শেখ, মনিরুল শেখ ও ইউসুফ আলী শেখ। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়।  

ফিরে আসা জেলেরা জানান, গত ৫ নভেম্বর ঘূর্ণিঝড় নাডার প্রভাবে সাগর উত্তাল থাকায় একটি ছোট নৌকাসহ ৬ জন জেলে ঢেউয়ের তোড়ে ভারতের সীমানায় অতিক্রম করে নিখোঁজ হন। একদিন পর ওই নৌকাটির তলা ফেটে যাওয়ায় মা গঙ্গা নামে ভারতীয় একটি ট্রলারে তাদেরকে উদ্ধার করে। পরে বাংলাদেশি সীমানা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকেপড়া বাংলাদেশি সেলিম চৌধুরী মালিকানা এফবি নুর ভানু ট্রলারটিতে রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় তাদের উঠিয়ে দেয়। পরে সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় পাথরঘাটা নতুন বাজার বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইডনিয়নে এসে পৌঁছায়।  

ফিরে আসা জেলে মারুফ শেখ বাংলানিউজকে জানান, তারা সুন্দরবনের দুবলার চর এলাকায় মাছ ধরতেছিলেন। এ সময় ঝড়ের কবলে পড়েন।  

বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বাংলানিউজকে বলেন, ফিরে আসা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।