ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে পাঁচটি গ্রাম বিদ্যুৎ সংযোগ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বদরগঞ্জে পাঁচটি গ্রাম বিদ্যুৎ সংযোগ

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউপির ছোট হাজিপুর ফকিরপাড়ায় নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।

নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামগুলো হলো- বিষ্ণুপুর ইউপির ছোট হাজিপুর ফকির পাড়া, খাগড়াবন্দ ঘোনাপাড়া, ডাঙ্গাপাড়া, ডাকেরহাট ও ওসমানপুর ডাঙ্গাপাড়া।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর-২ পল্লীবিদ্যুৎ সমিতির জুনিয়র প্রকৌশলী আ. সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আ. রশিদ,আওয়ামী লীগ নেতা আ. মান্নান, শফি সরদার, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লিটন চৌধুরি, যুবলীগ নেতা ফারুক হোসেন বাবু, মধু সরদার, রেজাউল করিম পান্না, যুবলীগ নেতা মাহমুদ হোসেন, আ. রাজ্জাক রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
ঝজজ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।