ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ও নতুন বিভাগীয় শহরের জন্য চরাঞ্চলের বসতভিটা ও কৃষি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় গৃহবধূরা।
সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরআনন্দিপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গৃহবধূদের সঙ্গে স্থানীয়রা অংশ নেন।
এদিকে একই দাবিতে স্থানীয় জয়বাংলাবাজার সংলগ্ন সবুজকুড়ি কে জি স্কুল মাঠে সমাবেশ করে চরাঞ্চলবাসী।
এতে কোতোয়ালী জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু আন্দোলনকারিদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাক, জিল্লুর রহমান রিপন, হেলালউদ্দিন হারেজ, খোকন, নাদিম মাহমুদ, সাদিকুল ইসলাম সবুজ প্রমুখ।
সমাবেশে পুরাতন ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে বসতভিটা ও কৃষি জমি অধিগ্রহণ না করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএএএম/আরআইএস/এমএ