ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে রুস্তম ডাকাতের ২৭ বছর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
যশোরে রুস্তম ডাকাতের ২৭ বছর কারাদণ্ড

যশোরে: যশোরের শীর্ষ সন্ত্রাসী রুস্তম আলী ওরফে ডাকাত রুস্তমকে (৪৮) ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মঞ্জুরুল ঈমাম এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডাদেশপ্রাপ্ত রুস্তম আলী সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত রুস্তমকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ এপ্রিল রুস্তমসহ তার বাহিনীর সদস্যরা ডাকাতি করার উদ্দেশে অভয়নগরের নওয়াপাড়ায় যান। এ সময় নওয়াপাড়া আনসার ক্যাম্পের সামনে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় উভয়পক্ষের গুলিবিনিময় শেষে একটি রিভলবার ও গুলিসহ আহত অবস্থায় রুস্তমকে আটক করে পুলিশ।  

এ ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘদিন বিচারকার্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনে ২০ বছর এবং ‍বিস্ফোরক আইনে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। তবে, উভয় সাজা একত্রে কার্যকর শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
পিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।