ময়মনসিংহ: ময়মনসিংহে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। ফলে র্দীঘদিন পর ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে উজ্জীবিত হয়ে উঠেছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
সোমবার (০৭ নভেম্বর) বিকেলে নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেন।
আর দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরজাহান ইয়াসমীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন প্রমুখ।
এদিকে ৭ নভেম্বর উপলক্ষে মিছিল করেছে উত্তর জেলা যুবদল। সংগঠনের সাধারণ সম্পাদক ভিপি শামছুল হক শামছুর নেতৃত্বে নগরীর পৌরসভায় এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা ওয়াইজুল হক বিপ্লব, সৈয়দ তৌফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাবুল, ইমরান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএএএম/এমএ