ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
মানিকগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ, ঢাকা: মানিকগঞ্জ শহরের পূর্বদাশড়া এলাকা থেকে ফেনসিডিলসহ আরিফুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আরিফুর পূর্বদাশড়া এলাকা মৃত আতাউর রহমানের ছেলে।

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, আরিফুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আরিফুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।