বরিশাল: বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বন্দরে ডিজিটাল অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (০৭ নভেম্বর) বিকেলে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, লাইসেন্স ও সরকারি আইন-কানুন মেনে না চলায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়ার জন্য সিভিল সার্জন পত্র দিয়েছেন। ওই পত্রের পরিপ্রেক্ষিতে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি নিয়ম না মেনে সেন্টারটি চালু করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এজি/পিসি