ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
দক্ষিণখানে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

ঢাকা: রাজধানীর  দক্ষিণখানের পূর্ব  মোল্লারটেক থেকে মো. রিয়াজ হাসান ( ১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ওই এলাকার ২৮০ নম্বর বাড়ির পঞ্চমতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।


 
রিয়াজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হবিবুর রহমানের ছেলে। মা-বাবার সঙ্গে পূর্ব মোল্লারটেক এলাকার ওই বাসায় থাকতো সে।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, সোমবার পরিবারের সদস্যদের অগোচরে মায়ের শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিয়াজ।
 
পরে বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তবে কী কারণে রিয়াজ আত্মহত্যা করেছে তা পরিবারও জানাতে পারেনি বলে জানান এসআই মিজান।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।