সাটুরিয়া, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে শ্রমিক লীগের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দরগ্রাম বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দরগ্রাম ইউনিয়ন শাখার কমিটি গঠন করার জন্য সন্ধ্যায় কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলে আজাহার ও দুলাল সভাপতি প্রার্থী হন। এ সময় জেলা ও উপজেলার নেতারা আজাহারকে সভাপতি ও দুলালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাটুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. মাসুদ খান জুম্মা বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়।
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেদওয়ান খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/পিসি