কুমিল্লা: কুমিল্লায় পাঁচ কোটি টাকার ভারতীয় মালামালসহ মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০।
সোমবার (০৭ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির একাধিক টহল দল জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকাসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ভারতীয় মাদক, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেট, গাড়ির যন্ত্রাংশ, কসমেটিক্স সামগ্রী, চিনি, থ্রি-পিস, চাদর ও বিপুল সংখ্যক শাড়ি জব্দ করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হাসান বাংলানিউজকে জানান, আটক মাদকদ্রব্য ও মালামালের মূল্য প্রায় ৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ২৭৫ টাকা। বিকেলে মাদক ও চোরাই মালামাল কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/পিসি