ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১২ লাখ ৫০ হাজার জাল টাকা ও সরঞ্জাম সহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
১২ লাখ ৫০ হাজার জাল টাকা ও সরঞ্জাম সহ আটক ৪

ঢাকা: সারাদেশে র‌্যাবের  বিভিন্ন  ক্যাম্পের অভিযানে ১২ লাখ ৫০ হাজার জাল টাকা উদ্ধারসহ অপরাধ কাজে জড়িত ৪ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (০৭ নভেম্বর) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, র‌্যাবের  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূঞাঁ।

মিজানুর রহমান ভূঞাঁ জানান, গত ২৪ ঘণ্টার দেশব্যাপী র‍্যাব অভিযান চালিয়ে ১২ লক্ষ ৫০ হাজার জাল টাকা, জালনোট ছাপার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কিবোর্ড, ২টি প্রিন্টার, ৭৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল উদ্ধার করে। একই সঙ্গে এই অপরাধের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে র‌্যাব।  

র‌্যাব-৫,র‌্যাব-৮, র‌্যাব-১৩ নিজ নিজ এলাকায় এ অভিযান চালায় বলে জানান তিনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ৠাব।
 
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।