বেনাপোল (যশোর): বেনাপোলে কর্মরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন বেনাপোল কাস্টমস হাউজ কমিশনারেটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘খুলনা-মংলা-যশোর-বেনাপোল’ কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল ও বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার প্রমুখ।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মতিউল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল ফয়েজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির উদ্দিন, নাদিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জুবায়েল খান, অর্থ বিষিয়ক সম্পাদক হারুনর রশিদ, জনসংযোগ সম্পাদক স্বপন চন্দ্রশীল, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক আমীরুল ইসলাম, দফতর সম্পাদক মনির হোসাইন।
সদস্য নির্বাচিত হয়েছেন রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল্লা, মো. গোলাম মোর্তজা, মো. কামরুজ্জামান, আজাদ হোসেন হাজারী, মো. হোছাইন, মাজহারুল ইসলাম, আব্দুল জব্বার, নাসির উদ্দিন ভুঁইয়া, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদুল ইসলাম জামাল, দেব দুলাল শর্মা, মহিউল ইসলাম, খন্দকার মোশারেফ হোসেন, নাসির উদ্দিন, তাহামিদ আহম্মেদ।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজেডএইচ/এটি