ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসিদ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিদ কিশোরগঞ্জ জেলার ভৈরব বাঘাই কান্দী গ্রামের
আলী হোসেনের ছেলে।
তার ভাতিজা মো. মোস্তাক জানান, বাদাম বিক্রি ছিলো হাসিদ মিয়ার পেশা। তার স্ত্রী এবং চার সন্তান বাড়িতে থাকে। হাসিদ ডেমরা সারুলিয়া বাজারের পাশে আজিজ মিয়া মেসে বসবাস করতেন। সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢামেক হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজেডএস/এটি