খাগড়াছড়ি: চোলাই মদ বিক্রির অপরাধে খাগড়াছড়ি থেকে সুজন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ১০ লিটার মদ জব্দ করা হয়।
সোমবার (৭ নভেম্বর) রাতে জেলার নারিকেল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নারিকেল বাগান এলাকার অবসর ভবন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ বিক্রি করছিলো একটি চক্র।
আটক যুবকের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান তিনি। ..
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এটি