ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অনির্দিষ্টকালের ধর্মঘটে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
অনির্দিষ্টকালের ধর্মঘটে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ফাইল ফটো

রংপুর: সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মজিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জড়িত সন্ত্রাসীরা বিচারের আওতায় না আসা পর্যন্ত মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে বলে বাংলানিউজকে জানিয়েছে শ্রমিক নেতারা।

এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে বাস টার্মিনাল এলাকার মাছের আড়তের সামনে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়।

এম এ মজিদ বাংলানিউজকে জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে।

সকালে বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, এদিন দুরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।