খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিল্লাল হোসেন নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোরে উপজেলার দামুদরের মুক্তেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, চরমপন্থী নেতা বিল্লাল তার সদস্যদের নিয়ে ডাকতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এক পর্যায় পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালালে বিল্লাল নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। নিহত বিল্লালের বাড়ি ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামে। তার বাবার নাম আইয়ুব আলী।
বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টির অধিক মামলা রয়েছে বলেও জানান ওসি আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬/ আপডেট: ০৯৫৫
এমআরএম/টিআই