ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ গুলিতে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ গুলিতে নিহত ২

ঢাকা: কুমিল্লার দা‌উদকান্দি উপজেলায় গুলিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় অলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন।

পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলির ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এই গুলি চালিয়েছেন বলে এলাকাবাসী জানান।

পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন দাউদকান্দি উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক। গুলিবিদ্ধ অলী হাসান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত চারজনের মধ্যে তিনজনই ঢামেক হাসপাত‍ালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত দু’জনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬/ আপডেট: ১০৩০ ঘণ্টা
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।