ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
গোপালগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিরাজ শেখ (৩০) নামে আরো একজন।

নিহত আব্দুস সালামের বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

স্থানীয়রা জানায়, ছয় থেকে সাতজন চোর রাত দেড়টার দিকে হরিদাশপুরের রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে আসেন। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আব্দুস সালাম ও সিরাজকে ধরে ফেলে। এসময় তাদের সঙ্গীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আটক দু’জনকে পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান। এতে গুরুতর আহত হন সিরাজ।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত সিরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।