বরগুনা: বরগুনার পাথরঘাটায় জাটকা বহনের দায়ে দু’জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ জরিমানা করেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. জাবের ও মো. বেলায়েত হোসেন।
কোস্টগার্ড জানায়, মাছ বিক্রেতা বেলায়েত দুই মণ জাটকা নিয়ে জাবেরের মোটরসাইকেলে করে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের থামিয়ে তল্লাশি করে দুই মণ জাটকা পায়। পরে জাটকাসহ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেন।
আর জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি/এসআই