ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পিস্তল-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
টঙ্গীতে পিস্তল-গুলিসহ আটক ২

গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাসেল (২৫) ও মো. দিপু (১৪)। এর মধ্যে রাসেলের বাড়ি টাঙ্গাইল ও দিপুর নরসিংদীতে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টঙ্গীর পাগার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকায় ফকির মার্কেটে রাস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।