ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণপ্রকৌশল দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বরিশালে গণপ্রকৌশল দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে র‌্যালি হয়েছে।

বরিশাল: গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে র‌্যালি হয়েছে।

মঙ্গলবার (০৮ নভম্বের) সকাল ১১টায় নগরের ক্লাব রোড আইডিইবি ভবনের সামনে থেকে একটি ৠালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখা এ ৠালির আয়োজন করে।

এর আগে, আইডিইবি ভবনে ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন- বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি প্রকৌশলী হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উল আলমসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।