ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ধুনটে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার ধুনট উপজেলায় ৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ধুনট উপজেলার মবুয়াখালী গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (২৮), বড়বিলা গ্রামের বাজিতুল্লাহ প্রামাণিকের ছেলে মাসুদ রানা (৩৮) ও ধুনট সদরপাড়ার মহির উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ওই তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রোববার রাতে সদরপাড়ায় অভিযান চালানো হয়। এসময় ৩০ পুরিয়া হেরোইনসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সকালে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬  
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।