ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হিলারিকে স্বামী, ট্রাম্পকে ভোট দিলেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হিলারিকে স্বামী, ট্রাম্পকে ভোট দিলেন স্ত্রী!

যুক্তরাষ্ট্রে চলছে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। ইতোমধ্যে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এমন এক দম্পতি পাওয়া গেছে যারা প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হিলারি ও ট্রাম্পকে ভোট দিয়েছেন।

ঢাকা: যুক্তরাষ্ট্রে চলছে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। ইতোমধ্যে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তবে এমন এক দম্পতি পাওয়া গেছে যারা প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হিলারি ও ট্রাম্পকে ভোট দিয়েছেন।

পেনসিলভানিয়ার ওই দম্পতির বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানায়, স্বামী বিল ক্রাচেল হিলারিকে ভোট দিয়েছেন। আর স্ত্রী জ্যাকি ক্রাচেল ভোট দিয়েছেন ট্রাম্পকে ।

সংসারের বিষয়ে এক সিদ্ধান্ত চললেও নর্থ স্ট্রাবেন টাউনশিপের ওই দম্পতি প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কেনো ‘বিভক্ত নীতিতে’ গেলেন সে বিষয়ে অবশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।