ঢাকা: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
নিউইয়র্ক ম্যাগাজিন বলছে, এ ধরনের আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছর জেলের বিধান রয়েছে।
আচরণবিধি ভঙের বিষয়ে জানা যায়, মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোটের দিন নিজের ব্যালট পেপারের ছবি তোলেন ট্রাম্প পুত্র এরিক। এতে সবকিছু ঠিক থাকলেও ঝামেলা বাধে পরবর্তী ‘কাণ্ডে’। কারণ তিনি যে তার বাবাকে ভোট দিয়েছেন তা বিশ্ববাসীকে জানাতে সেই ছবি টুইটারে পোস্ট করে দেন।
টুইটে এরিক লেখেন, বাবাকে ভোট দিতে পারা অবর্ণনীয় সম্মানের! যুক্তরাষ্ট্রের জন্য তিনি (ডোনাল্ড) সত্যিই মহান কাজ করেছেন!
বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে বির্তকের জন্ম দেয়। যদিও পরবর্তীতে তিনি তা সরিয়ে (ডিলেটি) নেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস