আশুলিয়া,সাভার: আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি রেস্তোরাঁয় অস্ত্র বিক্রির সময় হাতে নাতে ইমরান নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (নভেম্বর ০৮) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে রূপসী হোটেল ও রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে বাইপাইলের একটি হোটেলে একটি বিদেশি পিস্তল বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী ইমরানের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরআই